fbpx
BBS_AD_BBSBAN
৩০শে নভেম্বর ২০২৩ | ১৫ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

এভারটন থামালো চেলসির জয়রথ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৭ ম্যাচ অপরাজিত থাকা চেলসি আতিথ্য নেয় গুডিসন পার্ক স্টেডিয়ামে। লম্বা সময়ের পর স্টেডিয়ামে ম্যাচ দেখার সুযোগ পায় দু’হাজার দর্শক। আর জয় দিয়ে দর্শক ফেরাকে স্মরণীয় করেছে এভারটন। ১-০ গোলে ব্লুজদের হারিয়েছে তারা।

শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণে স্বাগতিকরা। ২২ মিনিটেই লিড তাদের। ডমিনিক কালভার্ট-লুইনকে চেলসি গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় এভারটন। স্পট-কিক থেকে টফিজদের এগিয়ে দেন গিলফি সিগার্ডসন।

ম্যাচের দুই অর্ধেই সমতায় ফেরার সুযোগ ছিলো চেলসির। কিন্তু বার বার হতাশা নিয়েই ফিরতে হয়েছে প্রতিপক্ষের সীমানা থেকে। শেষ দশ মিনিটে দু’বার সুযোগ নষ্ট করে জিরুদরা। ৮১ মিনিটে ম্যাসন মাউন্টের ফ্রি-কিক পোস্টে লাগে আর তিন মিনিটের ব্যবধানে ফের সমতার সুযোগ নষ্ট করেন অলিভিয়ে জিরুদ। ফলে সব প্রতিযোগিতা মিলে ১৭ ম্যাচ পর হারের স্বাদ পেলো চেলসি।

এই জয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার সাত-এ ওঠে এসেছে এভারটন। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

Advertisement
Share.

Leave A Reply