fbpx

এমবিবিএসে আবেদনের রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০-২১ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করেন। তবে প্রথম দিনেই অনলাইনে আবেদনের রেকর্ড ছুঁয়েছে। টেলিটকের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিয়ে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা পর্যন্ত এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৪ হাজার। ধারণা করা হচ্ছে, এবারের আবেদনে নতুন ইতিহাস সৃষ্টি হবে। শিক্ষার্থীরা আগামী ১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধ্যাপক ডা. আহসান হাবিব বলেন, ‘প্রতি মুহূর্তেই আবেদনকারীর সংখ্যা কিউমেলেটিভ হারে বাড়ছে।’

রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

Advertisement
Share.

Leave A Reply