fbpx

এমসি কলেজের ধর্ষণ ঘটনায় অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেট এমসি কলেজে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় কলেজটির অধ্যক্ষ সালেহ আহমদ ও হোস্টেল সুপার জীবন কৃষ্ণ আচার্যের বিরুদ্ধে সাত কার্যদিবসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ রায় বাস্তবায়ন করতে আইন সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাময়িক বরখাস্ত বা আইন অনুসারে যেটি প্রযোজ্য, সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে তাদের।

২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া এক তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে ছাত্রলীগেরর কয়েকজন কর্মী। পরদিন সকালে ওই নারীর স্বামী শাহ পরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা।

Advertisement
Share.

Leave A Reply