fbpx

এরশাদ শিকদারের মেয়ের মরদেহ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

খুলনার কুখ্যাত সিরিয়াল কিলার এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে পুলিশ এশাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এশার মামাতো ভাই রুশো বলেন, ‘আমার ফুফা মৃত এরশাদ শিকদার। তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের নবম তলায় এশা আমার ফুফুর সঙ্গে থাকতেন।’

এক ছেলের সঙ্গে এশার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ফোনে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয় বলেও জানান রুশো।

এশার মামাতো ভাই আরও জানান, ‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের ঘরে ঘুমাতে যায়। ভোরে এশাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে ফুফু প্রতিবেশীদের ডেকে দরজা ভেঙে দেখেন, এশা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ‘সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।‘

Advertisement
Share.

Leave A Reply