Advertisement
প্রযোজক অক্ষয় কুমার নিয়ে আসছেন তাঁর প্রযোজিত নতুন সিনেমা ‘দুর্গামতি’। জানা গেছে, এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকার।
আমাজন প্রিমিয়ারে সিনেমাটি মুক্তি পাচ্ছে ১১ ডিসেম্বর।
সিনেমাটির পোস্টারে প্রথম দেখায় চমকে দিয়েছেন ভূমি। আগুন চোখে তিনি আয়নার ভেতর থেকে তাকিয়ে আছেন।
জি অশোক পরিচালিত হরর থ্রিলার এই সিনেমাটি ২০১৮ সালের তামিল চলচ্চিত্র ‘ভাগমথি’র রিমেক। অক্ষয় কুমার ছাড়াও সিনেমাটি প্রযোজনা করেছেন টি-সিরিজের ভূষণ কুমার এবং বিক্রম মালহোত্রা। ভূমি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চৌহান, অভিমন্যু রায়, আরশাদ ওয়ারসি, জিশু সেনগুপ্ত, মাহি গিল, করণ কাপাদিয়া প্রমুখ।

‘দুর্গামতি’ ছবিতে ভূমি পেডনেকর। ছবি: সংগৃহীত
Advertisement