fbpx

‘ওমিক্রন’ নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা স্বাস্থ্য অধিদপ্তরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়ায় দেশের সব বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘ডব্লিউএইচও ইতিমধ্যে ওমিক্রন ধরনটিকে “উদ্বেগজনক” বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি।’

নাজমুল ইসলাম আরও বলেন, ‘গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে। এ হার ২ শতাংশের নিচে থেকেছে। কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এসময় তিনি দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি সহনীয় আছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালগুলোয় ৫৭ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৩০ জন ভর্তি হয়েছেন। এখন সক্রিয় রোগীর সংখ্যা ৪২৮।

উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও এই ভেরিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়।

এই ভেরিয়েন্টকে অত্যন্ত ‘উদ্বেগজনক’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ধরন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে বেশ কিছুটা সময় লাগবে। এটির সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কি না তা কয়েক সপ্তাহের মধ্যে খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও টিকার ওপর কোনো প্রভাব আসবে কি না তাও জানার চেষ্টা করা হবে।

Advertisement
Share.

Leave A Reply