fbpx

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চালু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পানি নেমে যাওয়ায় ছয় দিন পর আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া সকাল থেকে অভ্যন্তরীণ বিমানগুলো আসা-যাওয়া করছে বলে জানান তিনি।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রোকোনাসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে গত বুধবার থেকে পানি বাড়তে থাকে। ১৭ জুন সিলেটের বিমানবন্দরের রানওয়েতে বন্যার পানি ওঠে যায়। ফলে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

রবিবার থেকে রানওয়ের পানি নামতে শুরু করে। সোমবার প্রায় পুরোটাই নেমে যায়। তবে অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় বুধবারও ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি বলে জানান ব্যবস্থাপক হাফিজ।

২০ জুন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বিমানবন্দর পরিদর্শন করেন।

সে সময় তারা পরিস্থিতি স্বাভাবিক হলে যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল শুরুর কথা বলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশেষে ৬ দিন পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply