fbpx

ওয়েস্ট ইন্ডিজের ওয়ালশ করোনায় আক্রান্ত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশে সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ তথ্য জানিয়েছে গণমাধ্যমে। জানা যায়, বুধবার করা দ্বিতীয় পরীক্ষায় ওয়ালশের শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে আরও একবার করানো পরীক্ষা করানো হয়। এতেও পজিটিভ রিপোর্ট আসে।

ফলে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারছেন না ওয়ালশ।

বর্তমানে সেলফ আইসোলেশনে চলে গেছেন ওয়ালশ। করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ আসার পর আইসোলেশন থেকে মুক্তি মিলবে তাঁর।

ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার হানা পড়েছিল বাংলাদেশে পৌঁছানোর আগেই। দলটির ওয়ানডে স্কোয়াডে থাকা ডানহাতি মিডিয়াম পেসার রোমারিও শেফার্ডের করোনা পজিটিভ ধরা পড়ে। যে কারণে ২৬ বছর বয়সী এই পেসার বাংলাদেশ সফরে যুক্ত হতে পারেননি।

আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৫ জানুয়ারি। তিনটি ম্যাচই বেলা সাড়ে ১১টায় শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply