fbpx

কঙ্গনার প্রশ্ন, কেন মন্দিরকে ভয় পাও সাকিব?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাকিব আল হাসান যেখানে, বিতর্ক সেখানে। বিষয়টি যেন মুদ্রার এপিট আর ওপিট। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে না ফিরতেই একের পর এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

পশ্চিমবঙ্গের একটি মন্দিরে কালীপূজায় সাকিবের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়ছিল নতুন সমালোচনা। সাধারণ ভক্তদের সেই ক্ষোভের আগুনে যেন আরও একটু ঘি ঢেলে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

১৮ নভেম্বর সাকিবকে প্রশ্ন করে কঙ্গনার টুইটা ছিল এমন ‘ কেন মন্দিরকে এতো ভয় পাও সাকিব? এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? আমি তো সারাজীবন মসজিদে বসে থাকলেও আমার মন থেকে কেউ ‘রাম’ শব্দটি মুছে ফেলতে পারবে না।’

তিনি আরো লিখেছেন, ‘নিজেদের প্রার্থনায় বিশ্বাস নেই নাকি হিন্দুদের অতীত তোমাদের মন্দিরের প্রতি আকর্ষিত করেছে? নিজেকে প্রশ্ন করো?’

এর আগে ৫ নভেম্বর দেশে ফিরে স্বাস্থ্যবিধি না মেনে দোকান উদ্বোধন করা, ভক্তের মোবাইল ছুঁড়ে ফেলা নিয়েও বিতর্কে পড়েছিলেন সাকিব। তবে পশ্চিমবঙ্গের মন্দিরে কালীপূজায় সাকিবের উপস্থিতিটা একটু বেশিই সমালোচনার জন্ম দেয়। যে কারণে তিনি হত্যার হুমকিও পান। যদিও ১৬ নভেম্বর সাকিব ফেসবুক লাইভে এসে বলনে , ‘অনেকেই বলছে, আমি পূজা উদ্বোধন করেছি। যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করবো না। তারপরও হয়তো ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমাপ্রার্থী। আমি আশা করবো, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনও ঘটনা যেন আর না ঘটে, সেটিও চেষ্টা করবো।’

এই পরিস্থিতিতে সাকিব আল হাসানের নিরাপত্তা রক্ষায় একজন ‘গান ম্যান’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সশস্ত্র নিরাপত্তারক্ষী সাকিব আল হাসানের বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসা যাওয়ার সময় তার সঙ্গে থাকবেন।

Advertisement
Share.

Leave A Reply