fbpx

কঙ্গোতে পানি সংকটে লাখো মানুষ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে খাবার পানির সংকটে পড়েছে প্রায় পাঁচ লাখ বাসিন্দা। এই বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছে চ্যারিটি মেডিসিন্স সান্স ফ্রন্টিয়ার্স-এমএসএফ।

সংস্থাটি বলছে, বিশেষ করে পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে। সেখানে কলেরার মারাত্মক ঝুঁকি থাকায় জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানির পাঠানোর প্রয়োজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ২২ মে মাউন্ট নিরাগঙ্গ থেকে ঝর্ণার মতো লাভা নির্গত হতে থাকে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় একটি জলাধারা এবং বেশ কয়েকটি পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়। এতে তীব্র পানির সংকটে পড়ে স্থানীয়রা।

আগ্নেয়গিরি বিস্ফোরণের পর ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় লাখো বাসিন্দা। তাদের অনেকেই এখনও বাড়ি ফিরতে পারেননি।

এর আগে ২০০২ সালে আগ্নেয়গিরিটি বিস্ফোরণে নিহত হয়েছিলেন প্রায় আড়াইশ জন। ঘর হারিয়েছিলেন প্রায় ২০ হাজার মানুষ।

Advertisement
Share.

Leave A Reply