fbpx

কথা ছিল মাদ্রাসার মহাপরিচালক হবেন, তার আগেই মৃত্যু!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে মৃত্যু হয় পরিচালক প্যানেলের সদস্য মাওলানা আব্দুস সালামের।

৮ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টার দিকে পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে মাদ্রাসাতেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণে শুরা সদস্যদের বৈঠক শুরু হয়। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই বৈঠকে মাওলানা আব্দুস সালামকে মহাপরিচালক করার সিদ্ধান্ত হয়। এর মধ্যে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাওলানা আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন।

তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে মাওলানা আব্দুস সালামের জ্বর ও কাশি ছিল বলে জানা গেছে।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন মাওলানা আব্দুস সালাম।

Advertisement
Share.

Leave A Reply