fbpx

‘কথা বলতেই ভয় লাগে, তাই ভয়কে জয় করতে চেয়েছি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী’র বিজ্ঞাপন ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাফ স্টপ ডাউন’। গত ১৫ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ‘হাফ স্টপ ডাউন’ তাদের ফেসবুক পেইজ থেকে একটি নতুন অনলাইন ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে।

এর সূচনায় লেখা হয়: ‘এই গ্লানি ও জরায় ভরে থাকা অন্ধকার সময়ের ভয়কে জয় করে চলুন বরণ করে নেই এক নতুন আশার আলোকে।

এই নববর্ষের নতুন রঙে, সেরে উঠুক বেরঙিন করোনা।
সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।…’

একই দিন অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার হিসেবে ‘হাফ স্টপ ডাউন’ এর নববর্ষের শুভেচ্ছা’র ছবি প্রকাশ করেন। এর নিচে লেখা ছিল, ‘চলো ভয়কে করি জয়।’

‘কথা বলতেই ভয় লাগে, তাই ভয়কে জয় করতে চেয়েছি’

এ প্রসঙ্গে অমিতাভ রেজা চৌধুরী বিবিএস বাংলা’কে বলেন, ‘আমরা করোনার সেকেন্ড ওয়েভের সময়ের লকডাউনে অফিসে ছিলাম। তখন পুরো টিম মিলে ভাবছিলাম, কী করা যায়, কী করা উচিত? এখনের অবস্থায় হাফ স্টপ ডাউনের অবস্থান কী? নিজেদের অবস্থান প্রকাশ জরুরি ছিল। তখন মনে হয়েছে, আমাদের সবচেয়ে বড় প্রতিকূলতা এখন ভয়। আমরা কথা বলতে ভয় পাই, বাইরে যেতে ভয় পাই। এই ভয়ই আমাদের প্রধান সমস্যা।’

তিনি বলেন, ‘আমাদের কনটেন্ট বানানোর কোনো ইচ্ছে ছিল না। কারণ, কোনো সন্দেহ নেই আমরা বিজ্ঞাপন বানাই। আমরা ক্যাপিটালিস্ট ব্যবস্থায়ই বাস করি। কিন্তু তার পরও আমাদের নিজস্ব কথা বলে একটি একটি বিষয় থেকেই যায়। যে কথায় আমাদের রাজনৈতিক অবস্থান থাকে। যেকোনো অন্যায় নিপীড়নের বিরুদ্ধে আমরা কথা বলি।

অমিতাভ রেজা চৌধুরী এই ‘চলো ভয়কে করি জয়’ প্রসঙ্গে আরও বলেন, ‘দেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সমালোচনা আছে। ধর্ম নিয়ে কথা বলতে সমস্যা আছে। সামাজিক সমস্যা নিয়ে কথা বলতে ভয়। নির্মাতা হিসেবে সেন্সরশিপের ভয়। মনেহয় চারিদিকে ভয় যেন আমাদের ঘিরে আছে। একটা উদাহরণ দেই, যদি করোনা যুদ্ধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা নিয়ে ছবি বানাই তবে তা একটি পক্ষ প্রশংসা করবে। আবার যদি দেশের চিকিৎসা ব্যবস্থার বাস্তবতা তুলে ধরি তাহলে আমাদের হেনস্তা হওয়ার আশংকা আছে। তাই মনে হয় যেন এখন ভয়েরই রাজত্ব। তাই এখন সময় এসেছে ভয় থেকে বেরুনোর।’

তিনি বলেন, ‘অসহিষ্ণুতার প্রকাশ এখন সবখানে। শুধু রাজনীতি নয়, সমাজে-পরিবারে সবখানে। আমরা একটি অসহিষ্ণু বাংলাদেশ তৈরি করেছি। এখানে পোশাকের কারণে মানুষ গুলিবিদ্ধ হচ্ছে। দেখছি ধর্মান্ধতা। মানুষ হিসেবে সামাজিকভাবে আমরা অসহিষ্ণু হয়ে উঠছি। আমরা আসলে কথা বলতে চাই। মারামারি তো করতে চাই না। এখন কথা বলতেই ভয় লাগে, তাই ভয়কে জয় করতে চেয়েছি।’

অনলাইন ভিডিও কনটেন্টটির নেপথ্যে থাকা কর্মীদের সম্পর্কে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘গীতিকবি রাজীব আশরাফ এর কথা লিখেছেন। এতে গেয়েছেন নীরব। সম্পৃক্ত ছিলেন টিমের সুকর্ণ। মোট কথা পুরো হাফ স্টপ ডাউন পরিবার মিলে এটি নির্মাণ করেছে।’

 কনটেন্টটির লিংক : https://fb.watch/4XucfvFdF_/

Advertisement
Share.

Leave A Reply