fbpx

কথা বিকৃতির অভিযোগ তুললেন কাদের মির্জা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবদুল কাদের মির্জার যে বক্তব্য ছড়িয়ে পড়েছে তা ‘বিকৃত’ বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা বলেন, ‘একটি কুচক্রী মহল তার কথা নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। আর তিনি যা বলেছিলেন, তা শুধু স্থানীয় রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, তা জাতীয় নির্বাচন নিয়ে নয়।’

প্রচারিত বক্তব্যের ব্যাখ্যায় তিনি জানান, ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বসুরহাট পৌরসভা নির্বাচন যেন অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন হয়, তাই একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের উদ্দেশ্যে নানা নির্বাচনী কর্মসূচিতে তিনি কথাগুলো বলেছেন।

তিনি আও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গত একযুগে দেশের যে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে, সে বিষয়গুলোও তার বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র। একই আসনে ওবায়দুল কাদের সংসদ সদস্য।

সম্প্রতি, নির্বাচন নিয়ে পৌর নির্বাচনের মেয়র প্রার্থী কাদের মির্জার কয়েকটি বক্তব্য সামাজিক মাধ্যমগুলোতে বেশ আলোচনায় উঠে আসে। বক্তব্যে তাকে বলতে শোনা গেছে, ‘সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীতে তিন-চারটি আসন ছাড়া বাকি আসনে আওয়ামী লীগের এমপিরা ঠাঁই পাবে না।’

তার এই বক্তব্যকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং তাদের জোটের নেতারা জাতীয় নির্বাচনে কারচুপির প্রমাণ হিসেবে তুলে ধরেছে।

এ  নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি পাঠান কাদের মির্জা।

Advertisement
Share.

Leave A Reply