fbpx

কবে অনুমোদন পাবে অক্সফোর্ডের ভ্যাকসিন?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাজ্যে অনুমোদন পেতে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন। বড় দিনের পরপরই ভ্যাকসিনটি অনুমোদন পেতে পারে বলে আভাস দিয়েছেন কর্মকর্তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, চলতি মাসের ২৮ অথবা ২৯ তারিখেই দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) ভ্যাকসিনটি ব্যবহারের সবুজ সংকেত দিতে পারে।

তবে তার আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার তাদের দেয়া তথ্য হাজির করা হবে।

এমএইচআরএ- এর একজন মুখপাত্র জানিয়েছেন, পর্যালোচনা চলমান রয়েছে। তবে সময়সীমা নিয়ে তিনি কোনো আপত্তি তোলেননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর ব্রিটেনজুড়ে ফুটবল স্টেডিয়াম, রেসকোর্সগুলোতে আগামী বছরের শুরুতেই গণভ্যাকসিন কর্মসূচি শুরু হবে। এর ধারাবাহিকতায় মার্চে দেশটির ঝুঁকিতে থাকা ২ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। এতে করে কিছু বিধিনিষেধ শিথিল করার পথ সুগম হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ১০ কোটি ডোজ অর্ডার দিয়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যে অনুমোদন পেলে যেসব দেশ ভ্যাকসিনটির আগাম চাহিদার কথা জানিয়েছে তাদের মনোবল বাড়বে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

 

Advertisement
Share.

Leave A Reply