fbpx

কমছে না টিকা নেয়ার বয়স : স্বাস্থ্যসচিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা টিকা নেয়ার বয়স আপাতত কমানো হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান। চল্লিশ বছরের ওপরে সবাইকে প্রথম সারির যোদ্ধাসহ সাধারণ মানুষকে এই টিকা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় ক্লিনিকে স্বাস্থ্যসচিব সাংবাদিকদের একথা জানান।

এসময় তিনি বলেন, প্রথম সারির যোদ্ধাসহ চল্লিশোর্ধদের টিকা দেওয়া হচ্ছে। এই টিকা নেওয়ার বয়স এখন আর কমানো হবে না। এছাড়া সুষ্ঠুভাবে টিকা দিতে অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ আসবে বলেও জাজান তিনি। আর যারা প্রথম ডোজ নিয়েছেন ৮ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নেবেন।

আর এই টিকার পরবর্তী চালান আসা নিয়ে কোন ধরনের শঙ্কার অবকাশ নেই বলেও নিশ্চিত করেন আবদুল মান্নান। যেহেতু আমাদের হাতে সময় আছে, তাই এই টিকাদান কর্মসূচি সুন্দরভাবে পরিচালনা করার কথাও বলেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply