fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা শনিবার থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া শুরু হবে আগামীকাল শনিবার থেকে। টিকার এই বিশেষ কার্যক্রম চলবে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এরমধ্যে যে কোনো একদিন করে পর্যায়ক্রমে সারাদেশের ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক আজ শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিংটি করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।

ডা. শামসুল হক ব্রিফিংয়ে জানান, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, টিকা দেওয়ার আগে সংশ্লিষ্ট এলাকায় প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করা হবে।

Advertisement
Share.

Leave A Reply