fbpx

কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্তের হার, সুস্থ ৬শ’৪২

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও আট জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৪২ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে একদিনে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবারের তুলনায় আজ মঙ্গলবার এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে, কিন্তু বেড়েছে শনাক্তের সংখ্যা ও হার। গত ২৪ ঘন্টায় মৃত ৮ জনসহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন।

এদিকে, গতকাল সোমবার করোনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ। আজ একদিনে এই হার বেড়ে হয়েছে ২ দশমিক ৬৭ শতাংশ। আর আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।

একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৪৬৮টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা।

Advertisement
Share.

Leave A Reply