fbpx

করিম বেনজেমার জোড়া, নকআউটে রিয়াল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাঁচা-মরার লড়াই ছিলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে জয়ের বিকল্প ছিলোনা জিদান শিষ্যদের সামনে। সেই রিয়াল এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট নিশ্চিত করেছে।

করিম বেনজেমার জোড়া গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। দু’দলের প্রথম দেখা ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচ হেরেও ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউটে গিয়েছে জার্মান ক্লাবটি।

শুরু থেকেই দারুণ ফুটবল উপহার দেয় রিয়াল। তবে, মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সমেরের অসাধারণ কিছু প্রতিরোধে হারের ব্যবধানটা বড় হয়নি।

ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে লুকাস ভাসকেসের ক্রসে অসাধারণ এক হেডে লক্ষ্যভেদ করেন বেনজেমা। ৩১ মিনিটে আরও একটি নিখুঁত হেডে ব্যবধান দ্বিগুণ করেন এ ফরাসি তারকা। এবার তাকে বল যোগান দেন রদ্রিগো।

তার ছয় মিনিট আগে সমতায় ফেরার সুযোগ ছিলো মনশেনগ্লাডবাখের। পাল্টা আক্রমণ থেকে রিয়াল গোলরক্ষক কোর্তোয়াকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি আলাসাঁ প্লিয়া।

ম্যাচের দুই ভাগে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন রিয়ালের ফুটবলাররা। তার মধ্যে ৬৬ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন রদ্রিগো। ৭৩ মিনিটে রামোসের হেড ঝাঁপিয়ে ঠেকান মনশেনগ্লাডবাখ গোলরক্ষক সমের। ফিরতি শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু জাল খুঁজে পাননি।

ম্যাচের শেষ মিনিটেও সুযোগ ছিল বেনজেমার। এবারও হতাশ করেন মনশেনগ্লাডবাখ গোলরক্ষক সমের। শেষ পর্যন্ত ওই দুই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলান ও শাখতার দোনেস্ক গোলশূন্য ড্র করায় হেরেও শেষ ষোলোয় জায়গা পেয়েছে মনশেনগ্লাডবাখ।

ছয় ম্যাচে রিয়ালের সংগ্রহ ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মনশেনগ্লাডবাখের পয়েন্ট ৮। ১৪ ডিসেম্বর ড্র’য়ের মাধ্যমে নির্ধারিত হবে ১৬ দলের নকআউট পর্বের লাইনআপ।

Advertisement
Share.

Leave A Reply