fbpx

করোনাভাইরাস : এক দিনে ৭ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ গেছে ৮ হাজার ৩৪৯ জনের।

২১ ফেব্রুয়ারি রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছেন ৩২৭ জনের। একদিনে নমুনা পরীক্ষা তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের প্রত্যেকেই পুরুষ। যারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এর মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি।

করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে একদিনে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হবার পর বাসা ও হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন রোগী।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply