fbpx

করোনাভাইরাস খালেদা জিয়াকেও ছাড়েনি: ওবায়দুল কাদের

Pinterest LinkedIn Tumblr +

করোনাভাইরাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও ছাড় দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মুহূর্তে দোষারোপের রাজনীতি পরিহার করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সুরক্ষা সামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাস বেগম খালেদা জিয়াকেও ছাড় দেয়নি, তাই এই মুহূর্তের রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ান। সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনাভাইরাস মোকাবিলায় সচেতন হোন।‘

সুরক্ষা সামগ্রী বিতরণে কোনোভাবেই যেন বদনাম না হয়, সেজন্য দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

Share.

Leave A Reply