fbpx

করোনার নতুন ধরনে সংক্রমণ সবচেয়ে বেশি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মহামারী করোনার নতুন রুপে ফিরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর নাম দেওয়া হয়েছে ইজি-৫ (EG.5)।

এক্সবিবি ধরনের মতো এটিও মূলত ওমিক্রনের মতো একটি ধরন এমনটাই জানিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে প্রায় ১৭ শতাংশ মানুষের দেহে নতুন এই ধরন পাওয়া গেছে। তবে নতুন এই ধরনের মিউটিশনে (রূপান্তর) ভাইরাসটির সংক্রমণের ক্ষেত্রে কেমন পরিবর্তন আসতে পারে তা এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা।

বর্তমানে সারাবিশ্বে মহামারি করোনার যত জিনোম সিকোয়েন্সিং হয়েছে তার মধ্যে ৩৫ শতাংশের ক্ষেত্রে এ পর্যন্ত করোনা ৪৬৫ বার রূপ বদলেছে। কলাম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ডেভিড হো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনার ধরনগুলো পরীক্ষা করেছেন।

তিনি জানিয়েছেন, করোনার বদল হওয়া ধরনগুলো আগের ধরনের চেয়ে বেশি সংক্রমণ পরিস্থিতি সৃষ্টি করবে বলে মনে হচ্ছে।

ইজি-৫ ধরনেরও ওমিক্রনের মতো নিজস্ব শাখা রয়েছে, যেটিকে বিজ্ঞানীরা ইজি-৫.১ নাম দিয়েছেন। এটি সংক্রমণে দ্বিতীয় মিউটেশন (রূপান্তর) যোগ করে। যা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে।

Advertisement
Share.

Leave A Reply