fbpx

করোনায় আজ ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯৬ জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৯৮ জনে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের গণমাধ্যমকে নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ২৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৭৭ হাজার ৪২টি।

আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৪১ হাজার ৪৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply