fbpx

করোনায় আরও ২৮ জনের মৃত্যু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ১৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ৬৫ শতাংশ।

আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। নভেম্বরের শুরু থেকে আবার সংক্রমণ বাড়ে। তিন সপ্তাহ ধরে অবশ্য শনাক্তের হার আবার ১০ শতাংশের নিচে।

Advertisement
Share.

Leave A Reply