fbpx

করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা কমে ২৪, শনাক্ত ১,১৪৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা কমছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে ২৪ জনের। মৃতদের মধ্যে নারী ১৪ জন ও পুরুষ ১০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। মহামারীতে এ নিয়ে প্রাণ গেলো মোট ২৭ হাজার ৩৩৭ জনের।

২৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ৮১৪টি পরীক্ষাগারে ২৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ১ হাজার ১৪৪ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৬১ শতাংশ। এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জনে।

করোনায় আক্রান্ত হবার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply