fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

করোনায় একদিনে মৃত্যু ৩১, শনাক্ত ১,২৩৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে ৩১ জনের। মৃতদের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ১৩ জন । শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৭ শতাংশ। মহামারীতে এ নিয়ে প্রাণ গেলো মোট ২৭ হাজার ৩৬৮ জনের।

২৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ৮১৫টি পরীক্ষাগারে ২৭ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ১ হাজার ২৩৩ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৫৪ শতাংশ। এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।

করোনায় আক্রান্ত হবার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৪০ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply