fbpx

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ২০১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে  ১৫ হাজার ৫৯৩ জনে। এদিকে করোনাভাইরাসে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় ৬৬ জনের। করোনার সংক্রমণ ঠেকাতে দেশে চলছে ১৪ দিনের টানা লকডাউন।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায়। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ১১  হাজার ২৬২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।

৭ জুলাই (বুধবার) সংবাদমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১.৩২ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply