fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

করোনায় প্রাণ গেল আরও ৩ জনের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বর্তমানে মহামারি করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ধরন ‘ওমিক্রন’। দক্ষিণ আফ্রিকায় সদ্য শনাক্ত হওয়া এই ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর অন্তত ৪৪টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশও দেশটির সাথে যোগাযোগ বন্ধ করেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৬ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ০৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ২৬১ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন।

২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সংবাদমাধ্যমকে পাঠানো স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া করোনায় একদিনে সুস্থ হয়েছেন ৩১৩ জন। করোনায় এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১.২৪ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply