fbpx

করোনায় মারা গেলেন সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার, প্রধানমন্ত্রীর শোক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

দুবাইয়ের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা তিনটায় মারা যান তিনি। জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন তিনি। জয়নুল হক সিকদারের মৃহদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement
Share.

Leave A Reply