fbpx

করোনায় মৃত্যু ছাড়ালো ২৮ হাজার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৮ হাজার। রবিবার সকাল পর্যন্ত একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৭৮ শতাংশ। মহামারীতে এ নিয়ে প্রাণ গেল মোট ২৮ হাজার ১ জনের।

৫ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে সারাদেশে ৮৪৮টি পরীক্ষাগারে ১৯ হাজার ১৩২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত করা গেছে ১৯৭ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.০৩ শতাংশ। এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে।

করোনায় আক্রান্ত হবার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৬ জন রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন রোগী।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়। এর পরের বছর ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায় ১৮ মার্চ।

Advertisement
Share.

Leave A Reply