fbpx

করোনায় সংক্রমিত হয়ে এবার মারা গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা

Pinterest LinkedIn Tumblr +

করোনায় সংক্রমিত হয়ে এবার মারা গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর। খুব বেশি জনপ্রিয় তারকা না হলেও বলিউডের তিনি পরিচিত মুখ। হিন্দির পাশাপাশি মারাঠি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে না-ফেরার দেশে পাড়ি জমান কিশোর নন্দলস্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেতা কিশোর নন্দলস্করের মৃত্যুসংবাদ নিশ্চিত করেন তার নাতি অনীশ। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, অভিনেতার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর স্থানীয় একটি কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল, তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে গত সপ্তাহেই অন্য আরেকটি বড় হাসপাতালে ভর্তি করতে হয়। তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীরে অক্সিজেনের  মাত্রা দ্রুত হারে কমে গেছিল।

১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই রুপালি পর্দায় অভিষেক হয় কিশোর নন্দলস্করের। পরবর্তীতে ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুডারি চোর’, ‘জারা জাপুন কারা’, ‘মধ্যমবর্গ—দ্য মিডল ক্লাস’ এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। ‘বাস্তব’, ‘সিংঘম’, ‘সিম্বা’র মতো বলিউডেরও একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Share.

Leave A Reply