fbpx

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ১১০৫

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা ভাইরাসের সংক্রমনে দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে এবং শনাক্তের হার ১৩.২২ শতাংশ।

শনিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়, মৃত্যুবরনকারী ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ৯৩২ জন ঢাকা বিভাগের, ৯৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৩ জন রাজশাহী বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের, ২৩ জন বরিশাল বিভাগের, ১১ জন খুলনা বিভাগের এবং ১১ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে কারো করোনা শনাক্ত হয়নি।

এর আগের ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১ হাজার ৮৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরী শনাক্তের হার ছিল ১৫.৩১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৬০ জন।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন।

সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল। গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন।

তবে গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার ১০০ ছাড়িয়ে যায়। ১২ দিনের মাথায় তা দেড় হাজারের ঘরও ছাড়ায়।

Advertisement
Share.

Leave A Reply