fbpx

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে লতা মঙ্গেশকর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতীয় কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে লতার ভাতিজি রচনা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল আছে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা। এই বয়সে করোনায় আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউতে রাখা হয়েছে তাকে।

সবার উদ্দেশে রচনা অনুরোধ করেন, ‘দয়া করে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তার জন্য প্রার্থনা করবেন।’

২০১৯ সালের সেপ্টেম্বরে লতা মঙ্গেশকর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের কারণে সেসময় শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তার।

১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন এই জীবন্ত কিংবদন্তী শিল্পী। ভারত  ছাপিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বিশ্বসংগীতের দরবারে। ১৯৪২ সালে তিনি গান গাওয়া শুরু করেন। একটি মারাঠি সিনেমায় প্রথম গান রেকর্ড করেন তিনি। ১৯৭৪ সালে সবচেয়ে বেশি গান রেকর্ড  করার জন্য ‘গিনেস বুক’এ নাম উঠেছিল তার। ১৯৪৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে ২৫ হাজারেরও বেশি গান রেকর্ড করার অনন্য নজির গড়েছেন লতা মঙ্গেশকর। বাংলাসহ তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন।

Advertisement
Share.

Leave A Reply