করোনা টিকার ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে গুগল নিউজ ইনিশিয়েটিভ ৩০ লাখ মার্কিন ডলারের উন্মুক্ত তহবিল চালু করেছে।
এই তহবিল চালু করার পর মঙ্গলবার এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, কোভিড-১৯ এর টিকাদান প্রক্রিয়া প্রসঙ্গে ভুয়া তথ্যের সত্যতা যাচাইয়ে সংবাদমাধ্যমকে সমর্থনের জন্যই তারা এ ফান্ড চালু করেছে। প্রতিষ্ঠানটি এর নাম দিয়েছে “কোভিড-১৯ ভ্যাকসসিন কাউন্টার মিসইনফরমেশন ওপেন ফান্ড”।
“প্রাকৃতিকভাবেই বিশ্বে কোভিড-১৯ তথ্যের মহামারী চলছে, জনগোষ্ঠীকে লক্ষ্য বানাতে ভুয়া তথ্য ব্যবহার করা হচ্ছে ”- বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও বলছে, “কিছু গবেষণা এমনও ইঙ্গিত দিচ্ছে যে, ভুয়া তথ্যের মাধ্যমে যে দর্শক আসছেন আর যারা সত্য যাচাইয়ের পথ খুঁজছেন-এরা উভয়েই ভিন্ন পথে চলছেন।”
তাই সত্যতা যাচাই করেন এমন পাঠকের জন্য সহায়ক সংবাদমাধ্যম প্রকল্পগুলোকে তহবিল দেয়ার পদক্ষেপ নিয়েছে গুগল।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রশাসনিক, মিডিয়া, মেডিক্যাল এবং অলাভজনক প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যদের নিয়ে গঠিত ১৪ সদস্যের বিচারিক দলের মাধ্যমে আবেদন যাচাই করবে গুগল।
গুগল নিউজ ইনিশিয়েটিভ সত্যতা যাচাইয়ের গবেষণা সমর্থনে কোভিড-১৯ টিকার সংবাদ হাবে ১৫ লাখ মার্কিন ডলার দেয়ার অঙ্গীকারও করেছে।