fbpx

করোনা: পশ্চিমবঙ্গে এ বছর হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পশ্চিমবঙ্গে করোনার কারণে এ বছরের মত বাতিল করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘জনমতকে গুরুত্ব দিয়েই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের  মূল্যায়ন কিভাবে হবে, তা সাতদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।’

শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে দিকে নজর রাখতে কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর আগে রবিবার পরীক্ষা নেয়া উচিৎ কি উচিৎ না সে বিষয়ে জনগণকে মতামত জানাতে আহ্বান জানায় রাজ্য সরকার।

সোমবার দুপুর দুটোর মধ্যে নির্দিষ্ট মেল আইডিতে মতামত পাঠানোর কথা বলা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত দিয়েছেন ৭৯ শতাংশ মানুষ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত পড়েছে ৮৩ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply