fbpx

করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ স্থগিতের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার সংস্থাটির মাহাসচিব টেডরস অ্যাধানম গেব্রিয়াসুস এই আহ্বান জানান।

তিনি বলেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে বিশ্বের সব দেশে অন্তত আরও ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে।

এরই মধ্যে ইসরায়েল ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, নিম্ন আয়ের দেশগুলোতে প্রতি একশ জনে এখনও ১ দশমিক ৫ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। আর আফ্রিকায় এখন পর্যন্ত টিকা পেয়েছে মাত্র ১ দশমিক ৮ শতাংশ মানুষ। বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মত ধনী দেশগুলো ভ্যাকসিন নেয়ার হার ৫০ শাতাংশ।

টেডরস বলেন ‘ আমাদের দ্রুত পরিবর্তন প্রয়োজন। ধনী দেশগুলোতে অধিকাংশ ভ্যাকসিন যাওয়ার পরিবর্তে নিম্ন আয়ের মানুষর কাছে যাওয়া দরকার।‘

তিনি বলেন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার জন্য বিভিন্ন দেশের সরকার খুব চিন্তিত। তবে যেসব দেশ এরমধ্যেই বৈশ্বিক টিকা সরবরাহের বেশিরভাগ ব্যবহার করেছে, তাদের আরও বেশি ভ্যাকসিন সরবরাহ টিক নয়।

Advertisement
Share.

Leave A Reply