fbpx

করোনা সংক্রমণ নিয়ে এবার মুখ খুললেন কিম জং উন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

উত্তর কোরিয়ার করোনা সংক্রমণ নিয়ে এবার মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় একে ‘বড় ধরনের বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন কিম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি দিয়েছে এই তথ্য।

ভাইরাসটি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে শনিবার জরুরি বৈঠক করেন কিম জং উন। সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নাগরিকদের এক সাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো বলে আশা করছি।’

গেল বৃহস্পতিবারই দেশটিতে প্রথমবারের মত করোনা সংক্রমণের খবর নিশ্চিত করা হয়। এর মধ্যেই ভাইরাসের লক্ষণ নিয়ে ২১ জন মারা গেছে বলে জানানো হয়েছে। শুক্রবার মারা যাওয়া একজনের দেহে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়। তবে অন্যরাও করোনা আক্রান্ত ছিলেন কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

ভাইরাসটি মোকাবিলায় এর মধ্যেই দেশজুড়ে কঠোর লাকডাউন জারি করা হয়েছে।

১‌২ মে’র আগে, সরকারিভাবে দেশটিতে কোনো করোনা সংক্রমণের খবর দেয়া হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় দাবি করা হয়েছিল, উত্তর কোরিয়া সংক্রমণের তথ্য গোপন করেছে।

Advertisement
Share.

Leave A Reply