fbpx

করোনা সংক্রমণ বাড়লে আবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাস সংক্রমণ বাড়লে তা আবার বন্ধ করা হবে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর  সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ ডেন্টাল সার্জন (বিডিএস) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় যুক্তরাষ্ট্র আর আমাদের দেশ এক নয় জানিয়ে মন্ত্রী বলেন, করোনা সংক্রমণ বাড়তে থাকলে অবশ্যই আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দেব।

এদিকে আগামী নভেম্বরে প্রতি সপ্তাহে দেশে ৫০ লাখ করে করোনাভাইরাসের টিকা আসবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা সংক্রমণ বাড়লে আবার বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, ১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে অনুমতি আসেনি। অনুমতি দিলে শিশুদের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, শিশুদের করোনা আক্রান্তের হার কম।

আর এ মাসেই  দুই কোটি টিকা পাওয়া যাবে জানিয়ে মন্ত্রী বলেন, গণটিকা কার্যক্রম চলমান থাকবে। আমরা আগামী তিন মাসে প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা পাব। কোভ্যাক্স থেকে ১০ কোটি টিকা কেনা হবে।

Advertisement
Share.

Leave A Reply