fbpx

কলকাতার রাস্তায় পরী!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি একটু সুযোগ পেলেই উড়াল দেন দর্শনীয় সব জায়গা। দেশের ভেতর তো বটেই দেশের বাইরেও তিনি হুটহাট ঘুরতে চলে যান। এই তো চলতি বছরের এপ্রিলে তিনি কলকাতা ঘুরে এসেছিলেন। যদিও চিকিৎসার জন্যও তাকে অনেক সময় দেশের বাইরে যেতে হয়। এমনকি কলকাতাতেও নিয়মিত চেকআপ করাতে যান পরী।

পরী এখন ব্যস্ত সময় পার করছেন। সাইন করছেন একের পর এক সিনেমা। তবে নায়িকা বোধ হয় মিস করছেন গত এপ্রিলে কাটানো কলকাতার সময়গুলোকে। কয়েকদিন পরপর তিনি কলকাতার সেসময়ের ছবি পোস্ট করছেন। এই যেমন মঙ্গলবার(৯ নভেম্বর) কলকাতায় কাটানো সময়ের কিছু ছবি আপলোড করেছেন।

কলকাতার রাস্তায় পরী!

ছবি: ফেসবুক

সাদা ওয়েস্টার্ন পোশাকে পরীমণি কলকাতার রাস্তা দাপিয়ে বেড়াচ্ছেন। কখনও ফুটপাতে আইস্ক্রিম খাচ্ছেন, কখনও বা সুন্দর ডিজাইনের রিকশায় উঠে ঘুরছেন, ছবি তুলছেন। বোঝাই যাছে কতটা আনন্দময় সময় তিনি সেখানে কাটিয়েছিলেন।

উল্লেখ্য, বন্দীদশা কাটিয়ে পরীমণি এখন আগের চেয়েও ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এর শুটিং। হাতে আছে রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’, অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমাসহ বেশ কিছু সিনেমা।

Advertisement
Share.

Leave A Reply