fbpx

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই চলার সময় স্টেডিয়াম ধসে নিহত ৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কলম্বিয়ায় ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে স্টেডিয়ামের কাঠামো ভেঙ্গে পড়ে নিহত হয়েছে অন্তত চার জন। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

রবিবার দেশটির টলিমা এলাকায় এসপিনাল স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ‘কোরালেজা’ আয়োজন করা হয়। এই আয়োজনে ষাঁড়ের সাথে সাধারণ মানুষের একটা অংশও ষাঁড়কে উত্তেজিত করে তার পিঠে চড়তে পারে।

ভিডিও ফুটেজে দেখা যায়, লড়াই চলার সময় তিনতলাবিশিষ্ট স্টেডিয়ামের একটি কাঠের স্ট্যান্ড ভেঙ্গে যায়। এ সময় স্টেডিয়াম জুড়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। এক পর্যায়ে লড়াইয়ে থাকা একটি ষাঁড় স্টেডিয়ামের বাইরে বেরিয়ে আসে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

এর আগেও কলম্বিয়াতে ষাঁড়ের লড়াইয়ে দুর্ঘটনায় এমন হতাহতের ঘটনা ঘটেছে।

Advertisement
Share.

Leave A Reply