fbpx

কলেরা-ডায়রিয়ার প্রকোপ কমাতে মে মাসে টিকা দেওয়ার উদ্যোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজধানীর যেসব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি, সেসব এলাকায় টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মে মাসের শুরুর দিকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে কার্যালয়ে এক সভায় সাম্প্রতিক ডায়রিয়া প্রাদুর্ভাব বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরে যে সব এলাকায় ডায়রিয়া-কলেরার প্রকোপ বেশি সেসব এলাকায় কলেরার টিকা দেয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী মাসে এই কর্মসূচির বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। টিকা দেয়ার জন্য সিটি কর্পোরেশনের পাঁচটি স্থান নির্বাচন করা হয়েছে। যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর হট স্পট হিসেবে বিবেচনা করে ২৩ লাখ মানুষকে টিকা দেয়া হবে।’

ডায়রিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধের স্বাস্থ্য অধিদপ্তরের সব প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটি হাসপাতালে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলেও জানান নাজমুল।

কলেরার টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছর রাজধানী ঢাকায় ২৩ লাখ মানুষকে কলেরার টিকা দেয়া হবে। এক বছর বয়স থেকে বড় সব বয়সের মানুষ কলেরার টিকা পাবেন। শুধু গর্ভবতী নারীরা পাবেন না। মে মাসে প্রথম ডোজ দেয়া হবে এবং জুন মাসে দেয়া হবে দ্বিতীয় ডোজ।‘

সারা দেশে কেন টিকা দেয়া হবে না- এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘টিকার এখন খুব সংকট। নাইজেরিয়া থেকে টিকা কেটে আমাদের দেয়া হয়েছে। রাজধানী ঢাকার মধ্যে সবচেয়ে বেশি রোগী যাত্রাবাড়ি এলাকায়।’

নিরাপদ পানির কারণেই যাত্রাবাড়িতে রোগী বেশি। সাপ্লাই লাইনে কিন্তু সমস্যা আছে। পানির সমস্যা সমাধান না হলে তাহলে এটা থেকেই যাবে। যে পানি আমি ব্যবহার করব, তা নিজ দায়িত্বে নিরাপদ করে নিতে হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

Advertisement
Share.

Leave A Reply