fbpx

কল্যাণ ট্রাস্টের ২৭ কোটি টাকা ছাড়  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুজিববর্ষের উপহার হিসেবে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীর ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা ছাড় দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে কল্যাণ সুবিধার এ টাকা জমা হয়ে যাবে বলে রবিবার (২৮ মার্চ) কল্যাণ ট্রাস্টের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ২০১৯ সালের মে মাসে যাদের আবেদন জমা পড়েছিল, এমন ৬৮৪ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার অর্থ ছাড় দেয়া হয়েছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বরের মধ্যে কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের ১৫ হাজার আবেদন নিষ্পত্তি পদক্ষেপের অংশ হিসেবে এসব আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

কল্যাণ ট্রাস্টের আর্থিক, জনবল ও নিজস্ব অফিসের সঙ্কট থাকলেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাদের সব ছুটি ভোগ থেকে বিরত রয়েছেন। তারা ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। ফলে করোনার মধ্যেও গত এক বছরে কল্যাণ সুবিধার রেকর্ড সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply