‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে কাজে ফিরলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। শনিবার(১১ সেপ্টেম্বর) পরিচালক ইফতেখার শুভ পরিচালিত মুখোশ সিনেমার ডাবিং করলেন এই নায়িকা।
নিজের ফেসবুক পেজে সেসময়ের ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘Work is life, Life is work’
বোঝাই যাচ্ছে কাজে ফিরতে পেরে কতটা খুশি এই অভিনেত্রী।
অন্যদিকে, অক্টোবরেই রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমা শুটিং শুরু করবেন পরী। এই সিনেমায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে অভিনয় করছেন পরীমনি।
প্রযোজনা প্রতিষ্ঠান ইউ ফর সি’র প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।

বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে পরীমনি।
১৭ আগস্ট থেকে চট্টগ্রামের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার কথা ছিল পরীর। কিন্তু ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
জামিনে মুক্ত হওয়ার পর তার শুটিংয়ে আইনি কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
প্রীতিলতা ছাড়াও নির্মাতা চয়নিকা চৌধুরীর ওয়েব সিনেমা ‘অন্তরালে’ ও বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘বায়োপিক’ সিনেমায় কাজ করবেন পরী।