fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

কামরুজ্জামান রাব্বির নতুন গান (ভিডিও)

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘স্বার্থ ছাড়া হয় না মানুষ’। আমিতো ভালা না খ্যাত কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি একই ব্যানারে এর আগে ‘সাধু কানা’ ও ‘গুরু’ শীর্ষক গান দুটিতে সাফল্য দেখিয়েছেন।
এবারের গান স্বার্থ ছাড়া হয় না মানুষ এর কথা ও সুর করেছেন আকাশ নিবির। সংগীত পরিচালনা করেছেন দীন ইসলাম শারুখ। ফিল্ম্যানিয়াক টিমের পরিচালনায় ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম।

নতুন এই গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই গানটির সুর ও কথা অনেকটা ফোন প্যাটার্নের। শ্রোতারা শুনে আরাম পাবেন। একই ব্যানারে আমার বেশ কিছু গান প্রস্তুত হচ্ছে। শিগগিরই সেগুলো শ্রোতাদের সামনে তুলে ধরা হবে।’
ভিডিও লিংক:https://youtu.be/ecx_I1YZubQ

Advertisement
Share.

Leave A Reply