fbpx

কালো জাম্পার, নন্দিত ও নিন্দিত কমলা হ্যারিস!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনেক চোখ এখন তার দিকে। মাত্র কিছু দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন কমলা হ্যারিস। তাকে নিয়ে শুধু ভারতীয়রা নন, গর্বিত আমেরিকানরাও। প্রশংসিত হচ্ছে কমলার ফ্যাশন সেন্সও। তবে সম্প্রতি কিছু বিতর্ক হয় তার একটি পোশাকের জন্য।

কালো জাম্পার, নন্দিত ও নিন্দিত কমলা হ্যারিস!কমলাকে ক’দিন আগে দেখা গেছে বিখ্যাত ইতালিয়ান ব্র্যান্ড ডলসে অ্যান্ড গ্যাবানার একটি জাম্পার পরতে। ইন্সটাগ্রামে কমলার এই ছবি দেখে একজন মন্তব্য করেন যে, এই বিলাসবহুল ব্র্যান্ড এক সময়ে নিন্দিত হয়েছিল বর্ণবিদ্বেষ নিয়ে তাদের মনোভাবের জন্য। সেটা জানার পরেও কী ভাবে এবং কেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তাদের পোশাক পরলেন?

অনেকে এও বলেন যে, নির্বাচিত হওয়ার পর কমলার উচিৎ পোশাক নিয়ে আরও অনেক বেশি সচেতন হওয়া।

২০১৮ সালে ইতালিয়া ব্র্যান্ড ডলসে অ্যান্ড গ্যাবানা সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে বর্ণবিদ্বেষের ইঙ্গিত স্পষ্ট থাকায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। পরে চীনের ফ্যাশন শো রদ করে দেয় এই ব্র্যান্ড।

এর আগে তিনজন অল্প পরিচিত কৃষ্ণাঙ্গ ডিজাইনারের পোশাক পরে জনগণের সমর্থন ও প্রশংসা পেয়েছিলেন কমলা। এখনও তার অনুরাগীরা চাইছেন এভাবেই তিনি অখ্যাত আমেরিকান ডিজাইনারদের পাশে দাঁড়ান।

Advertisement
Share.

Leave A Reply