fbpx

গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন বাহনের সংঘর্ষে নিহত ৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল ব্যক্তিগত গাড়িটি। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি একটি মোটরসাইকেলও ছিল। দক্ষিণ ফুকরা এলাকায় এসে এই তিন যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনার স্থানে শ্রমিকেরা ধান মাড়াইয়ের কাজ করছিলেন।

মৃতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন- কাশিয়ানী উপজেলা সদরের ব্যবসায়ী মোটর সাইকেল চালক অনিক শেখ (২৮), ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা (৫০), তার স্ত্রী রুমা বেগম (৪০), গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের প্রফুল্ল কুমার সাহার ছেলে প্রাইভেটকার যাত্রী চিকিৎসক বাসুদেব সাহা (৫৪), তার স্ত্রী শিবানী ও তার ছেলে স্বপনীল সাহা।

কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান সিরাজুল।

এসআই বলেন, ‘তিন যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও মারা যান আরও একজন।’

Advertisement
Share.

Leave A Reply