fbpx

কুমিরকে বিয়ে করলেন মেয়র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেক্সিকোর ছোট্ট শহর সান পেদ্রো। সেখানকার মেয়র বিয়ে করছেন। আর নববধূকে দেখে চোখ কপালে তুলেছে গোটা বিশ্ব । কারণ তিনি বিয়ে করেছেন একটি কুমির ছানাকে।

কুমিরকে বিয়ে করলেন মেয়র

বিয়ে করতে যাচ্ছেন মেয়র। ছবি: সংগৃহীত

৩০ জুন বৃহস্পতিবার, জমকালো আয়োজনে একেবারে ঐতিহ্য মেনে এই বিয়ে হয়। এমনকি বিয়ের পরে কুমির বধূর ঠোঁটে চুমু এঁটে দিতেও ভোলেন নি মেয়র ভিক্টর হুগো সোনা। নববধূর নাম লিটল প্রিন্সেস। বয়স সাত বছর।

এখন কথা হচ্ছে মেক্সিকোতে কি মেয়ের আকাল পড়েছে, যে কুমিরকে বিয়ে করতে হল? আসলে দেশটিতে কুমিরকে মনে করা হয় বসুমতির প্রতীক। তাই পর্যাপ্ত বৃষ্টি ও ভাল ফসলের জন্য কুমিরের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। আর সেই ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতীকীভাবে কুমিরকে বিয়ে করেন মেয়র।

Advertisement
Share.

Leave A Reply