fbpx

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৩

Pinterest LinkedIn Tumblr +

কুমিল্লার বুড়িচং-এ পাথরবাহী একটি ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

১১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৬টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক, সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ টার দিকে মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে, কুমিল্লামুখী একটি পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পিছন থেকে ধক্কা দেয়। ট্রাকের ধক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর ‍মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ১ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল কুমিল্লা-সিলেট মহাসড়কে।

ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানার নেয়া হয়েছে। পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

Share.

Leave A Reply