fbpx

কুমিল্লায় ৬ দিনব্যাপী বইমেলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুমিল্লা জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে আগামীকাল শনিবার থেকে ৬ দিনব্যাপী বইমেলার শুরু হতে যাচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে ১৯ হতে ২৪ নভেম্বর পর্যন্ত ৬ দিনব্যাপী বইমেলা এবং ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, শনিবার বই মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ২৪ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বইমেলা উপলক্ষে সেমিনার, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, পুলিশ সুপার আবদুল মান্নান, ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। মুখ্য আলোচক থাকবেন অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক।

সমাপনী অনুষ্ঠানে বিশেস অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, পুলিশ সুপার আবদুল মান্নান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজমূল হাসান পাখি, সিভিল সার্জন ডা, মীর মোবারক হোসাইন, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক।

সাহিত্য মেলা উপলক্ষে কবি, লেখক, সাহিত্যিকদের সমাবেশ, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply