fbpx

কুয়েতে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কুয়েতে মহান বিজয় দিবস উদযাপন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বুধবার (১৬ ডিসেম্বর) তিনি এ কর্নার উদ্বোধন করেন।

এই অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশ ও বাঙালির ইতিহাস অনেক ত্যাগ ও গৌরবের। যার কারণে আমরা বিজয়ে স্বাদ ভোগ করছি, তিনি আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর মেধা, নেতৃত্বগুণ ও ত্যাগের কারণে তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন’।

তিনি আরও বলেন, ‘বিদেশের মাটিতে আমাদের কাজের দক্ষতার মাধ্যমে দেশের সম্মান বৃদ্ধি করতে হবে। কারো উপকার করতে না পারলেও যেনো ক্ষতি না করি সেদিকে খেয়াল রাখতে হবে’।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডিফেন্স এটাসে ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন,পাসপোর্ট ও ভিসা সচিব মো. জহিরুল ইসলাম খানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Advertisement
Share.

Leave A Reply