fbpx

কৃষক আন্দোলনে উত্তাল ভারত, বাতিল বৈঠক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে এখন উত্তাল গোটা ভারত। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে নির্ধারিত বৈঠক বাতিল করেন কৃষকরা। কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা এই খবর নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার, স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের সাথে টানা তিন ঘণ্টা বৈঠকের পরও কোনো সমাধানে আসতে পারেনি কেন্দ্রীয় সরকার। তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারাও। হান্নান মোল্লা জানান- ‘ কৃষক নেতারা নিজেদের মধ্যে আগে আলোচনা করে বৃহস্পতিবার কেন্দ্রের সাথে আলোচনা বসবেন।‘ তিনি জানান, সরকারের পক্ষ থেকেই এ প্রস্তাব দেয়া হয়েছে। দিল্লি-হরিয়ানার সিংঘু সীমানার কৃষক নেতাদের বৈঠকে বসার কথা রয়েছে।

তবে বৃহস্পতিবারও কৃষক সংগঠনের নেতারা আদৌ বৈঠকে যোগ দেবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন হান্নান। তিনি বলেন, ‘‘সরকার গত পাঁচটি বৈঠক ধরে একই কথা বার বার বলছে। অমিত শাহকে আমরা বলেছি, নতুন কথা বলুন। একই কথা আওড়ে কী লাভ? দেখা যাক, সরকার কী লিখিত প্রস্তাব দেয়।’’

এদিকে, সিংঘু বর্ডারে লাগাতার বিক্ষোভের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তাই বিক্ষোভ রামলীলা ময়দানে সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন কৃষক নেতারা। পঞ্জাব কিষাণ ইউনিয়নের নেতা আরএস মানসা বলেন, -‘আমরা সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করতে চাই না বলেই দিল্লির রামলীলা ময়দানে যেতে চেয়েছি। সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছি।‘

প্রায় দুই সপ্তাহ ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি, পাঞ্চাব, হরিয়ানাসহ বিভিন্ন স্থানে আন্দোলন করে আসছেন হাজারো কৃষক। দফায় দফায় বৈঠকেও সরকার সিদ্ধান্তে অনড় রয়েছে। এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারি দিয়ে আসছেন কৃষকরা।

Advertisement
Share.

Leave A Reply